আন্তর্জাতিক ডেস্ক : যেমন কথা, তেমন কাজ। এই প্রবাদটা বোধহয় একেবারেই যায় না পাক প্রধানমন্ত্রীর সঙ্গে। একদিকে পরপর উরি কিংবা বারামুলার জঙ্গি হামলার ঘটনা। অন্যদিকে, গত কয়েক ঘণ্টায় প্রায় ১৯ বার পাক সেনার গুলিতে কেঁপে উঠেছে LoC. তার মধ্যেই নওয়াজ শরিফ বললেন, ‘কাশ্মীর সহ ভারতের সঙ্গে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান।’
বুধবার ইসলামাবাদে পাকিস্তান ও বেলারুশের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। আঞ্চলিক শান্তিস্থাপন প্রসঙ্গে নওয়াজ বলেন, পাকিস্তানে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনেই বিশ্বাস করে। বারামুলায় জঙ্গি হানার কয়েক ঘণ্টা পার না হতেই এই মন্তব্য করলেন তিনি। আর উরির সেনা ঘাঁটিতে পাক জঙ্গিদের হামলার দাগ তো এখনও দগদগে। সেই হামলার জবাবেই ইতিমধ্যে পাকিস্তানে জঙ্গি খতম করতে অভিযানও চালিয়েছে ভারতীয় সেনা। সীমান্তে অশান্তি ছড়ানোর জন্য ভারতকেই বারবার দায়ী করেছেন শরিফ। তাঁর মতে এই পন্থাতেই ভারত কাশ্মীর ইস্যু থেকে সবার দৃষ্টি ঘোরাতে চাইছে। এদিনের বক্তব্যে ফের একবার বুরহান ওয়ানিকে ‘হিরো’ বলে সম্বোধন করেন তিনি।
উল্লেখ্য, এদিনই নয়াদিল্লিতে মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নরেন্দ্র মোদীকে জানিয়েছেন, এখনও ১২টি টেরর লঞ্চপ্যাড অপেক্ষা করছে ভারতের সীমান্তে।
৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি