আন্তর্জাতিক ডেস্ক: ‘তোরা যুদ্ধে করে করবি কি তা বল?’- এই প্রশ্নের উত্তর যেন কোনও দিনই মেলে না। যুদ্ধ করে তো সত্যি তেমন কিছু জেতা যায় না। তবে কেন যুদ্ধ যুদ্ধ খেলছে দুই দেশ? যুদ্ধের পর কি আর সীমান্তের এপারে থাকা বন্ধুর সঙ্গে রোজ দেখা হবে? এমনই নানা প্রশ্ন হয়ত ঘুরপাক খাচ্ছে দুই দেশের অনেক খুদের মনে। তেমনই তিন খুদের বন্ধুত্বের কাহিনি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
দুই দেশের সীমান্তে যখন যুদ্ধের আশঙ্কা কালো মেঘের মতো ঘনিয়েছে, তখন শান্তির পারাবত যেন উড়িয়ে দিল দুই দেশের খুদের নাগরিকদের কাহিনি। ইন্টারনেটকে মাধ্যম করেই শান্তির খোঁজে মগ্ন হয়েছিল তারা। ‘হিউম্যানস অফ পাকিস্তান’ নামে এক সাইটই জানাচ্ছে এই তিন খুদের বন্ধুত্বের গল্প৷
কী সেই কাহিনী? দুই বন্ধু নদীর ওপারে দাঁড়িয়ে থাকা তাদের বন্ধুর নাম জানে না৷ মাঝখানে বয়ে চলা নদী নাকি কূটনীতির বাধা কোনওদিন তাদের নাম জানার সুযোগ দেয়নি৷ স্কুল থেকে বাড়ি ফেরার পথেই দেখা হয় তিনজনের৷ তারা দাঁড়িয়ে থাকে নদীর দুই কূলে৷
এপাশের বন্ধু ঢিল ছোঁড়ে নদীতে, তারপর আরেকজন ছুঁড়বে, এভাবেই খেলা চলে। যার ঢিল বেশি দূরে যাবে সে বিজয়ী৷ এমনই নীরব বন্ধুত্বের সাক্ষী থাকে ওই নদী। তারা একে অপরের কাছে পরিচিত কেবল বন্ধু হিসেবে। এপারের দুই বন্ধু জানে নদী পেরলেই ভারতবর্ষের রাজ্য কাশ্মীর। তাই তাদের এই বন্ধু পাকিস্তানের বাসিন্দা নয়।
কিন্তু তাতে কী? বন্ধুত্ব কী সীমানায় বেঁধে রাখা যায়? পাকিস্তান আর ভারতের বিবাদে যখন দুই দেশের বন্ধুত্ব তলানিতে ঠেকেছে তখন এই অন্যরকম বন্ধুত্বের কাহিনি মন জয় করেছে দুই দেশের বহু মানুষের।
একদিকে, ভারত-পাক সমস্যার জেরে বলিউড থেকে নির্বাসিত হয়েছেন পাকিস্তানি অভিনেতারা। পাকিস্তান থেকেও ভারতীয় অনুষ্ঠানের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে৷ কিন্তু আসন্ন যুদ্ধের পর আর কি কোনদিন দেখা হবে এদের? নাকি বারুদে ঢাকা পড়ে যাবে এদের শৈশব? এখনও প্রশ্ন অনেক, উত্তর নেই৷-সংবাদ প্রতিদিন
০৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ