বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৩:৫২:৪৭

ফের জঙ্গি ওয়ানির প্রশংসা নওয়াজ শরিফ

ফের জঙ্গি ওয়ানির প্রশংসা নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: ফের হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির প্রশংসা করেলন নওয়াজ শরিফ। বুধবার পাক পার্লামেন্টে যৌথ অধিবেশনে বলেন, ‘‌বুরহান ওয়ানির বলিদান কাশ্মীর আন্দোলনকে নতুন পথ দেখিয়েছে।’‌ তার পরেই যথারীতি আঙুল তোলেন ভারতের দিকে। আজকালের এক প্রতিবেদনে এই খবর জানা যায়।

বলেন, ভারতের জন্য বারবার শান্তি আলোচনা ভেস্তে যাচ্ছে। কাশ্মীরের এই অবস্থার জন্যও ভারতের মনোভাবই দায়ী। কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের রেজলিউশন মানা হচ্ছে কিনা, আন্তর্জাতিক মহলের দেখা উচিত। উরিতে হামলা নিয়েও যথারীতি সন্দেহ প্রকাশ করলেন শরিফ।

নওয়াজ শরিফ আরও বললেন, ‘‌উরি হামলার কিছুক্ষণের মধ্যেই ভারত পাকিস্তানের ওপর দোষ চাপিয়েছে। কোনও তদন্ত ছাড়াই। তখন আমার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখার কথা। ঘটনার সময় নিয়ে সন্দেহ প্রকাশ না করে পারছি না। পাকিস্তান এই হামলার আন্তর্জাতিক তদন্তের দাবিও তুলেছে।’‌

০৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে