আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র এক মাস পরেই স্পষ্ট হয়ে যাবে কে হবেন আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট... হিলারি ক্লিন্টন নাকি ডোনাল্ড ট্রাম্প। কে আসবেন মসনদে তার উপরে অনেকটাই নির্ভর করছে ভারত-মার্কিন সম্পর্ক। তবে আমেরিকার গদি হাতবদল হওয়ার আগেই প্রিডেটর ড্রোন এয়ারক্রাফ্ট কেনার ডিল পাকা করে ফেলতে চাইছে ভারত। এই সময়ের এক প্রতিবেদনে এই খবর জানা যায়।
এই ড্রোন ব্যবহার করা হবে সামরিক নজরদারির জন্যে। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
রয়টার্সে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জুন ২২টি প্রিডেটর গার্ডিয়ান ড্রোন কেনার কথা হয়েছিল আমেরিকার সঙ্গে। সেই প্রস্তাব এখন চূড়ান্ত করতেই ব্যস্ত ভারত।
আমেরিকান ফরেন পলিসি কাউন্সিলের এশিয়া সিকিউরিটি প্রোগ্রামের ডিরেক্টর জেফ স্মিথ জানিয়েছেন, দুই দেশের মধ্যে এখন সম্পর্ক খুবই ভালো। ড্রোন চুক্তি চূড়ান্ত করার এটিই আদর্শ সময়।
যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন তাহলে তাঁর আমেরিকা ফার্স্ট নীতি বিপাকে ফেলতে পারে ভারত সহ অন্যান্য এশিয় দেশগুলিকে। এই আশঙ্কতেই তড়িঘড়ি ড্রোন চুক্তি চূড়ান্ত করার পথে এগোচ্ছে ভারত।
০৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ