আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুদ্ধ নিয়ে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি মোদির ভাষণের পাল্টা জবাব দিয়ে সরাসরি পাক পার্লামেন্টে বলেছেন, 'ওরা (ভারত) চায়, দারিদ্র নির্মূল করতে আমরা ওদের (ভারতের) সঙ্গে পাল্লা দেই। কিন্তু ভারতের বোঝা উচিত, চাষের জমির ওপর দিয়ে সেনারা ট্যাঙ্ক চালালে দারিদ্র নির্মূল করা সম্ভব নয়।'
শুধু মোদিকে পাল্টা জবাব দিয়েই থেমে যাননি পাক প্রধানমন্ত্রী। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সংসদ সদস্যদের বাড়তি সমর্থন কুড়নোর আশায় পাক প্রধানমন্ত্রী আবার আজাদ কাশ্মীরের দাবিকে সমর্থন করেছেন জোরালো ভাবে। কাশ্মীরের আজাদি'র জন্য যারা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
কাশ্মীরের সাম্প্রতিক অচলাবস্থার জন্য ভারতীয় নিরাপত্তাবাহিনীর হাতে বুরহান ওয়ানির মৃত্যুর ঘটনাকে দায়ী করেছেন পাক প্রধানমন্ত্রী!
০৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম