বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০৯:২৪:৩১

তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঁশিয়ারি ইরাকের, কি বলছে আঙ্কারা?

তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঁশিয়ারি ইরাকের, কি বলছে আঙ্কারা?

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক থেকে সামরিক বাহিনী প্রত্যাহার না করা হলে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ নামার হুঁশিয়ারি দিয়েছে ইরাক।

তুরস্ক পার্লামেন্টে ইরাকের মসুলের কাছে সৈন্য বাড়ানোর প্রস্তাব পাশের প্রেক্ষাপটে 'আঞ্চলিক যুদ্ধের' এই হুঁশিয়ারি উচ্চারণ করল ইরাক।

ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বুধবার বলেন, উত্তর ইরাকের বাশিকা থেকে তুরস্ক তাদের সৈন্য প্রত্যাহার না করলে সহিংসতা বাড়ানোর ঝুঁকিতে থাকবে।

তবে তুরস্ক বলছে, তারা স্বায়াত্তশাসিত কুর্দি আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রেসিডেন্ট মাসুদ বারজানির আমন্ত্রণে সেখানে সৈন্য পাঠিয়েছে। কেআরজি ও তুরস্ক পরস্পরের মিত্র। কিন্তু শিয়া প্রাধান্যপূর্ণ বাগদাদ সেখানকার সুন্নি প্রাধান্যপূর্ণ এলাকায় তুর্কি সৈন্যের উপস্থিতি মেনে নিতে পারছে না।

ইবাদি বলেন, আমরা কয়েকবার বলেছি, ইরাকি বিষয়াদিতে আমরা তুর্কি হস্তক্ষেপ মেনে নেব না। তুর্কি নেতৃত্বের আচরণ গ্রহণযোগ্য নয়। -মিডল ইস্ট আই।
০৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে