আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। পাক-ভারত সীমােন্ত চরম উত্তেজনার মধ্যে এই খবর বের হলো ভারতীয় গণমাধ্যমে।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজিকে মোদির নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। শুধু তাই নয়, মোদি বাসভবন থেকে যাতায়াতের রাস্তা সব জায়গাতেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা। পাশাপাশি প্রধানমন্ত্রীর কনভয়ে থেকে এবার থেকে রাখা হচ্ছে সেনাবাহিনীর বিশেষ সাঁজোয়া গাড়ি। সব মিলিয়ে একেবারে মোদির নিরাপত্তা ব্যবস্থা ঘিরে ফেলা হচ্ছে।
পাশাপাশি শুধু মোদিই নয়, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে সরকার এবং বিরোধী প্রভাবশালী ব্যক্তিত্বদের। সেই তালিকাতে রয়েছেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও।
অন্যদিকে, নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং উপরাষ্ট্রপতিরও।
০৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম