বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬, ০১:৩৮:১৪

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান! সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েনের ইঙ্গিত

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান! সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েনের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে পাকিস্তান! গত কয়েকদিন আগে দেশের সবথেকে বড় কোর পরিদর্শন করেন সেনা প্রধান। দীর্ঘক্ষণ বৈঠক করেন সেনা আধিকারিকদের সঙ্গে। কার্যত  চরম প্রস্তুতি পাকিস্তান সেনা বাহিনীতে। এরই মধ্যে পশ্চিমে আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে ভারত সীমান্তে মোতায়েন করতে পারে পাকিস্তান বলে জানা যাচ্ছে। ২০০৩ সালে মার্কিন মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যত অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে ইসলামাবাদ এই সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে।

আফগান সীমান্তে আল-কায়েদা ও তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০০৩ সালে তৎকালীন বুশ প্রশাসনের উদ্যোগে সে সময় ভারতের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে পাকিস্তান। কিন্তু গত কিছুদিন সীমান্তে দফায় দফায় সামরিক উত্তেজনা তুঙ্গে ওঠার পর পশ্চিম সীমান্ত থেকে হাজার হাজার সেনা সরানোর চিন্তা করছে পাকিস্তান। বর্তমানে পশ্চিম সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করে রেখেছে পাকিস্তান।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসামরিক ও সামরিক নেতাদের বৈঠকে পশ্চিম সীমান্ত থেকে সেনা সরানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই বৈঠকে বলা হয়েছে, পশ্চিম সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা হবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারত যেভাবে সীমান্তে উঠে পড়ে লেগেছে তাতে রীতিমত পাকিস্তানের থরহরি কম্পন পাকিস্তানের। একটা সার্জিক্যাল স্ট্রাইকের পরে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে অনেকেই বলতে শুরু করেছেন। সেখানে দাঁড়িয়ে পাকিস্তান এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হচ্ছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। -কলকাতা২৪।
০৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে