আন্তর্জাতিক ডেস্ক: গরিবদের উপার্জনের বিকাশের নিরিখে ভারতের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান, এই তথ্য পেশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। অন্য অনেক ক্ষেত্রেই প্রতিবেশী দেশ পাকিস্তানের থেকে ভারত এগিয়ে থাকলেও ওয়ার্ল্ড ব্যাঙ্কের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী ভারত গরিবদের উপার্জনের বিকাশের বিষয়ে পাকিস্তানের কাছে পিছিয়েই রয়েছে।
তবে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের ক্ষেত্রেই 'দারিদ্র দূরীকরণ কষ্টসাধ্য কাজ', একথাও জানিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। ভারত এবং পাকিস্তানের চাপানউতরের মধ্যেই এই কথা ঘোষণা করল বিশ্ব ব্যাঙ্ক। গরিবদের উপার্জন বৃদ্ধি এবং তাঁদের বিকাশের জন্য দুই দেশকেই সুপরিকল্পনা নিয়েই এগোতে হবে, মত বিশেষজ্ঞদের। জিনিউজ
০৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম/