আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে আইএস জঙ্গিদের নামে ভুয়ো ভিডিও ফুটেজ তৈরিতে ৫৪ কোটি ডলার ব্যয় করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর-পেন্টাগন। এ সব ভিডিও ফুটেজ তৈরিতে জড়িত ছিল ব্রিটিশ প্রচার সংস্থা বেল পোট্টিংজার। এ জন্য সংস্থাটিকে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্যাপক অর্থের যোগান দেওয়া হয়েছে। সম্প্রতি লন্ডনের সংবাদ সংস্থা ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম এক প্রতিবেদনে এমনই একটা চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। মার্কিন মেরিন সেনারা ইরাকে অভিযান চালানোর সময় বিভিন্ন স্থানে ওইসব ভুয়ো ভিডিও ফুটেজ সংবলিত সিডি কৌশলে ফেলে রেখে আসতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পেন্টাগনের তৈরি ভিডিও ফুটেজগুলোতে গোপন কোড বসানো থাকতো। ফলে কেউ তা দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আইপি ঠিকানা পেন্টাগনের কাছে চলে যেত। আইএসের প্রতি কাদের দুর্বলতা আছে এবং কারা এ সব দেখে, তা শনাক্ত করার কাজে এ ভিডিও ফুটেজগুলো পেন্টাগন ব্যবহার করেছে বলে ওই প্রতিবেদনে ফাঁস করা হয়েছে। ফাঁস করা প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে এই ধরনের ভিডিও ফুটেজ তৈরিতে জড়িত ছিলেন মার্কিন সেনা সদস্য মার্টিন ওয়েলস। ভিডিও ফুটেজে গোপন কোড বসানোর বিষয়টি অনুসন্ধানী সাংবাদিকের কাছে তিনিই প্রকাশ করেছেন। ভিডিও ফুটেজ তৈরি করা ছাড়াও মার্কিন নীতির পক্ষে আরবি ভাষায় প্রচারের বিজ্ঞাপন এবং নাটক তৈরির কাজ করেছে ব্রিটিশ এই প্রচার সংস্থা।-কলকাতা২৪
৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস