আন্তর্জাতিক ডেস্ক: আজই জয়সলমিরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে পাক সীমান্ত লাগোয়া চার রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। বৈঠকে অংশ নেবেন জম্মু-কাশ্মীর, রাজস্থান, গুজরাট এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা।
জঙ্গি অনুপ্রবেশ রুখতে এবারে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের দাবি, জঙ্গি অনুপ্রবেশ রুখতে ভারত-পাক সীমান্ত সিল করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
কীভাবে সিল করা হবে সীমান্ত? জানা গিয়েছে সীমান্ত বরাবর উঁচু পাচিল তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, যে সীমান্ত এলাকাগুলিতে দু’দেশের মাঝখানে নদী রয়েছে, সেখানে আন্ডার-ওয়াটার সেন্সর এবং লেজার ওয়াল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নদী পেরিয়ে কেউ অনুপ্রবেশ করতে চাইলেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা জানতে পারবে সেনা। ফলে জঙ্গি অনুপ্রবেশ আটকানো অনেক সহজ হবে। এই কাজ করতে এক বছর মতো সময় লাগতে পারে বলে দাবি করা হয়েছে। জঙ্গি অনুপ্রবেশ রুখতে ইজরায়েলের মতো দেশও অতীতে এই পথে হেঁটেছে।
আজই জয়সলমিরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে পাক সীমান্ত লাগোয়া চার রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। বৈঠকে অংশ নেবেন জম্মু-কাশ্মীর, রাজস্থান, গুজরাট এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা। এই বৈঠকেই সীমান্ত সিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার পরেই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।-এবেলা
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস