আন্তর্জাতিক ডেস্ক: ফের নাশকতা পাকিস্তানে৷ আবারও বিস্ফোরণ বালোচিস্তানে৷ এবার বিস্ফোরণ হল ট্রেনে৷ নিহত চার যাত্রী৷ পাক সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিস্ফোরণে রাওয়ালপিন্ডি গামী জাফর এক্সপ্রেসের কামরায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেল লাইনের উপর পরপর দু বার বিস্ফোরণ ঘটানো হয়৷
নাশকতার জেরে বালোচিস্তানের বোলান জেলায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ পাকিস্তান রেলমন্ত্রক জানাচ্ছে, বোলান জেলার আব এ গুম অঞ্চলে জাফর এক্সপ্রেস পৌঁছতেই রেল লাইনে বিস্ফোরণ হয়৷ কিছু পরে আরও একটি বোমা ফাটে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷ জখম যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লা জেহরি এই নাশকতার তীব্র নিন্দা করেছেন৷
সম্প্রতি বালোচিস্তানের রাজধানী কোয়েটার হাসপাতাল ছিল নাশকতার স্বাক্ষী৷ বিস্ফোরণে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছিল৷-কলকাতা২৪
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস