আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের ওপর নিরাপত্তা বাহিনীর নিপীড়ন চরমে পৌঁছেছে বলে অভিযোগ করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ।
খাইবার-পাখতুনখোয়ার রিসালপুরে বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনীর ক্যাডেটদের এক পাসিং আউট অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের
জেনারেল রাহিল বলেন, ভারত প্রকৃত তথ্য লুকাতে অসত্য বললেও কাশ্মীরে তাদের নিপীড়ন সব সীমা ছাড়িয়ে গেছে। একইসঙ্গে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তানে কোনো আগ্রাসন চালালে শত্রুপক্ষকে দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য সশস্ত্র বাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত।
জেনারেল রাহিল বলেন, স্বেচ্ছায় কিংবা কৌশলগত ভুলে যে কারণেই হোক না কেন পাকিস্তানে চালানো আগ্রাসন বিনা শাস্তিতে পার পাবে না এবং শত্রুপক্ষকে যথাযথ জবাব দেয়া হবে। পাকিস্তান সমতা এবং পারস্পারিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেন পাক সেনাপ্রধান।
শান্তির পক্ষে পাকিস্তানের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে জারব-ই-আজ্ব অভিযান চালাচ্ছি। পাকিস্তানের ভূমি থেকে সন্ত্রাসাদীরে আস্তানা গুড়িয়ে দিচ্ছি এবং আমাদের শত্রুদের দূরভিসন্ধিমূলক নীলনকশা ভেস্তে দিচ্ছি।
অনুষ্ঠানে পাক বিমানবাহিনীর ক্যাডেটদের পেশাদারিত্বের কসরতের প্রশংসা করেন জেনারেল রাহিল। এ সময় তিনি মন্তব্য করেন, নিখুঁত সরঞ্জাম এবং কার্যকরভাবে তার ব্যবহারের উচ্চমাত্রার দক্ষতা দেখে প্রতীয়মান হয় যুদ্ধের জন্য বিমানবাহিনী প্রস্তুত রয়েছে। পরে পাক সেনাপ্রধান 'দ্রুজবাহ' নামে পাকিস্তান-রাশিয়ার যৌথ সামরিক মহড়াও পরিদর্শন করেন।
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এ পি/ডিসি