আন্তর্জাতিক ডেস্ক: উৎসবের মরশুমে দেশের ২৪টি বিমানবন্দরে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ এর মধ্যে রাজধানী দিল্লি-সহ সীমান্তবর্তী চারটি রাজ্য জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাতের সমস্ত বিমানবন্দর রয়েছে৷ যার পরিপ্রেক্ষিতে চরম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ অসামরিক পরিবহণ মন্ত্রকের নিরাপত্তা ব্যুরো প্রতিটি শহরের পুলিশ প্রধান, বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ ও আধা সামরিক বাহিনীর কর্তাদের সতর্ক করে দিয়েছে৷ বার্তা পাঠানো হয়েছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বিমান পরিবহণ সংস্থাগুলিকেও৷-সংবাদ প্রতিদিন
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস