আন্তর্জাতিক ডেস্ক: টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেনের প্রশংসা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
সম্প্রতি ভারত-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের সময় সদলবলে কোহলি ব্রিগেড ইডেন গার্ডেন্স পরিষ্কার করতে নেমে পড়েছিলেন। স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় বর্ষপূর্তি ছিল বলেই বিরাটরা ইডেন পরিস্কারে হাত লাগিয়ে ছিলেন৷
তবে সেদিন গোটা দলের তুলনায় বিরাট একাই মাঠ পরিষ্কারে ব্যস্ত ছিলেন। কোহলির মধ্যে এই কর্তব্যপরায়নতা দেখেই মুগ্ধ হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে বিরাটের যথেষ্ট প্রশংসাও করেছেন। নিজের টুইটারে বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী৷ তবে বিরাটও পালটা টুইটারে মোদীকে ধন্যবাদ জানাতে ভোলেননি। বলাই বাহুল্য, প্রধানমন্ত্রীর এই প্রশংসা পেয়ে আপ্লুত টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন।-কলকাতা২৪
০৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ