আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে ফের সংঘর্ষের ঘটনা ঘটল। পাকিস্তানি সেনাদের
গুলিতে আহত হল এক ভারতীয় জওয়ান। শনিবার সকালে পুঞ্চ সেক্টরে পাক সেনারা গুলি চালালে এই ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর থেকে এই নিয়ে ২৫ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান।
গত ৩,৪ ও ৫ অক্টোবর জম্মুতে ব্যাপক গোলাগুলি চালিয়েছে পাক সেনা। ভারতীয় সেনা অভিযানের বদলা নিতেই এই গোলাগুলি বলে মনে করছেন কূটনীতিকরা। গত ৫ অক্টোবর, সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি ট্রুপ। একাধিক ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে চলে মর্টার ছোঁড়া। আক্রান্ত হন সাধারণ মানুষও।
গত বছর সীমান্তে ৪০৫ বার গোলাগুলির ঘটনায় ১৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭১ জন। -কলকাতা২৪।
০৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম