আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরিবর্তে দেশটির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ওবামা প্রশাসন। এতে নাখোশ হয়েছে পিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
স্থানীয় সময় শুক্রবার বিকালে ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি এ কথা বলেন।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। ওই ঘটনার পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলার কথা জানিয়েছিল।
এরমধ্যেই মার্কিন সিনেটে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে একটি বিল আনেন দু'জন সিনেটর। এছাড়া সম্প্রতি হোয়াইট হাউস বরাবর একটি অনলাইন পিটিশনও খোলা হয়।
কিন্তু শুক্রবার জন কিরবি জানান, এরকম বিশেষ কিছু আমার চোখে পড়েনি। নিশ্চিতভাবেই এ ধরনের কোনো বিল আনা হলেও আমরা তা সমর্থন করবো না।
ভারত–পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়ে মার্কিন মুখপাত্র বলেন, সন্ত্রাসের মোকাবিলায় দু'দেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় আমেরিকা।
একই সঙ্গে কাশ্মীর সংকট সমাধানে আলাপ–আলোচনার মাধ্যমেই ভারত-পাকিস্তানকে সমস্যা মিটিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের যাবে বলে ওয়াশিংটন মনে করে কি না জানতে চাইলে, জন কিরবি বলেন, পাকিস্তানের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। পরমাণু অস্ত্র জঙ্গিদের নাগালের বাইরে রাখার মতো নিরাপত্তা ও সামর্থ্য ইসলামাবাদের আছে বলেও মন্তব্য করেন তিনি।
০৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম