শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬, ০৪:৪৮:০৮

পাকিস্তান টেরও পায়নি!

পাকিস্তান টেরও পায়নি!

আন্তর্জাতিক ডেস্ক: উরি-সন্ত্রাসের পরেই পাকিস্তান বুঝে গিয়েছিল, ভারত এবার আর চুপ করে বসে থাকবে না। যে কোনও মুহূর্তে যা ইচ্ছে ঘটে যেতে পারে। তাই আগাম সতর্ক বার্তা জারি করে ব্যবস্থা নিয়েছিল ইসলামাবাদ। একদিকে, ভারত-পাক সীমান্তে সেনা বাড়িয়ে যেমন কড়া বার্তা দেওয়ার চেষ্টা করছিল পাকিস্তান, তেমনি সীমান্ত ঘেঁষে পাক বায়ুসেনার মহড়াও চালানো হচ্ছিল।

পাকিস্তানের এই গতিবিধির সমস্ত খবরই পেয়ে গিয়েছিল নয়াদিল্লি। কিন্তু, সেই পরিস্থিতিতে পাকিস্তানের বুকে ‘সার্জিক্যাল অ্যাটাক’-এর চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারত। ভারতীয় সেনারা যদি জোর করে নিয়ন্ত্রণরেখা এবং সীমান্ত পার করার চেষ্টা করলে, তাহলে পাক সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ত। তাই, উরি সন্ত্রাসের পর নিরাপত্তা বাহিনীর কর্তাদের সঙ্গে নরেন্দ্র মোদী যখন বৈঠক করেছিলেন, তখনই নাকি ঠিক হয়ে গিয়েছিল ভারত এবার জবাব দেবে। তবে, উপযুক্ত সময়ের অপেক্ষা করতে হবে। তার আগে পাকিস্তানকে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে কোণঠাসা করতে হবে বলেও নাকি নিরাপত্তা বাহিনীর কর্তাদের জানিয়ে দিয়েছিলেন মোদী।

এই পরিকল্পনার ভিত্তিতেই সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, কূটনীতির মধ্যে দিয়েই উরি-সন্ত্রাসের জবাব দেওয়া হবে। কিন্তু, এই বয়ানের আড়ালে আসলে নাকি লুকিয়ে ছিল ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরে হামলার ছক। তবে, শুধু বায়ুসেনা, না মিলিটারি, কারা এই হামলা করবে, না কি, যৌথবাহিনী অভিযানে নামবে— এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত সেসময় নেওয়া হয়নি। এই পরিকল্পনাতেই পশ্চিমাঞ্চল বায়ুসেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়। উরি সন্ত্রাসের আগের দিন পশ্চিমাঞ্চল বায়ুসেনা তাদের মহড়া শেষ করেছিল। কিন্তু, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরে পাকিস্তান সীমান্ত ঘেঁষে রোজ যুদ্ধবিমান ওড়ানো হয়। কিন্তু, পরে ঠিক হয় অভিযান চালাবে শুধুমাত্র মিলিটারির স্পেশাল ফোর্সের কমান্ডোরা। হামলার দু’দিন আগেও পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ঘেঁষে ভারতীয় বায়ুসেনা যুদ্ধবিমান নিয়ে মহড়া দেয়। তখনও পর্যন্ত পাকিস্তান ভাবতেই পারেনি, ভারত নিয়ন্ত্রণ রেখা টপকে এসে ‘সার্জিক্যাল অ্যাটাক’ চালাবে। পাকিস্তানকে রাষ্ট্রপুঞ্জে চাপে ফেলা গিয়েছে এবং বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কার মতো সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলোকে পাকিস্তানের মাটি থেকে চলা সন্ত্রাস নিয়ে ভালমতো অবগত করা গিয়েছে, নয়াদিল্লিতে এই বার্তা এসে পৌঁছনোর পরেই ‘সার্জিক্যাল অ্যাটাক’-এর দিন এবং ক্ষণ-এর নির্দেশ পৌঁছয় সেনাবাহিনীর কাছে।-এবেলা
৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে