শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬, ০৫:২১:০১

গ্রেফতার হলেন দাউদ ইব্রাহিমের ভয়ানক দুই শিষ্য

গ্রেফতার হলেন দাউদ ইব্রাহিমের ভয়ানক দুই শিষ্য

আন্তর্জাতিক ডেস্ক: হাওড়া ব্রিজ থেকে গ্রেফতার দাউদ ইব্রাহিমের ভয়ানক দুই শিষ্য। দুজনেই কেরালার বাসিন্দা। একজনের নাম আবু বাকর সিদ্দিকি। অন্যজনের নাম জানা যায়নি। বৃহস্পতিবার রাতে হাওড়া ব্রিজে এই দুজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা মালায়লম ভাষায় কথা বলছিল।

খবর পেয়ে তাদের গ্রেফতার করে গুণ্ডাদমন শাখার পুলিশ। উদ্ধার হয়েছে দুটি সেভেন এমএম পিস্তল। লালবাজারে এনে টানা দুদিন তাদের জেরা করে কলকাতা পুলিশের STF ও স্টেট ইনটেলিজেন্স ব্যুরো।

ধৃতদের কাছ থেকে কলকাতায় বেশ কয়েকজনের নাম জানা গেছে। ওই দুই দুষ্কৃতী কেরালাতেও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তারা কলকাতায় কী করছিল তাই খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।-জি নিউজ
০৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে