মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ১১:৫৮:৫৪

রাশিয়াকে কড়া হুঁশিয়ারি ন্যাটোর

রাশিয়াকে কড়া হুঁশিয়ারি ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিমান হামলা চালাতে গিয়ে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)। ওদিকে টানা দুইবার সীমানা লঙ্ঘনের অভিযোগে দ্বিতীয়বারের মতো রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি সরকার।

তুর্কি সরকার জানিয়েছে, গত শনিবার প্রথমবারের মতো আকাশসীমা লঙ্ঘন করে রুশ বিমান। এরপর গত রবিবারও একই ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার জরুরি বৈঠকে বসে ন্যাটোর সব সদস্য রাষ্ট্র।

২৮ রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে রাশিয়াকে 'এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থেকে ভয়াবহ বিপদ এড়াতে' হুঁশিয়ার করা হয়। একই সঙ্গে উত্তেজনা নিরসনেরও আহ্বান জানানো হয়েছে।

ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ায় বিরোধী পক্ষ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া। তবে দেশটির দাবি, তারা আইএস (ইসলামিক স্টেট) ও অন্যান্য ইসলামপন্থী বিদ্রোহীদের ওপর বিমান হামলা পরিচালনা করছে।

এদিকে দ্বিতীয় দিনের মতো আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় আবারও তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দভুতগলু বলেছেন, ''তুর্কি সামরিক বাহিনীকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যদি কোনো পাখিও উড়ে যায় সেটাকেও যেন আটকানো হয়।''

একই সঙ্গে সিরিয়া ইস্যু তুরস্ক-রাশিয়া সঙ্কট সৃষ্টি করবে না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে তিনি জানিয়েছিলেন, রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যুদ্ধবিমান ভুলক্রমে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে। সূত্র: বিবিসি, আল জাজিরা
০৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে