আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও শক্তশালী ঘূর্ণিঝড় ম্যাথিউ’র আঘাতে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে প্রাণহানির সংখ্যা বেড়ে নয়শ’র কাছাকাছি চলে গেছে। সবশেষ খবর অনুযায়ী হাইতিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৭৭ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময় শনিবার দুপুরে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। হাইতিতে তাণ্ডব চালিয়ে হারিকেন ম্যাথিউ এখন ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে। যেখানে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
খবরে বলা হয়, ভয়াবহ এ ঘূর্ণিঝড়ে হাইতির জেরেমি নামক শহরের ৮০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া সুড নগরীর অন্তত ৩০ হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়টি হাইতির দক্ষিণাঞ্চীয় উপকূল ও শহরের উপর দিয়ে তাণ্ডব চালায়।
এতে গাছ উপড়ে, পানির স্রোতে ভেসে অধিকাংশ মানুষের প্রাণহানি হয়। প্রবল স্রোতে গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙে যাওয়ায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে।টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনেকে এলাকার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।
বিশুদ্ধ পানি ও খাবারের জন্য মানুষ ছোটাছুটি করছেন।ঘণ্টায় ২৪৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ৪ অক্টোবর মঙ্গলবার থেকে হাইতি ও কিউবা অতিক্রম করে হারিকেন ম্যাথিউ। তবে এটি প্রথমবার আঘাত হানার পর ঘুরে আসার পথে ফের আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
০৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস