শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬, ০৮:১৪:৩২

পাক-ভারত উত্তেজনা, সারঙ্গ হেলিকপ্টারের বিশেষ মহড়া

পাক-ভারত উত্তেজনা, সারঙ্গ হেলিকপ্টারের বিশেষ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার ভারতীয় বায়ু সেনা উদযাপিত করছে তাদের ৮৪তম বার্ষিকী৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দোন বায়ু সেনা ঘাঁটিতে সেই উপলক্ষ্যে চলেছে বিশেষ মহড়া৷ এই মহড়ার সেনার বিশেষ ‘অ্যাক্রোব্যাট’ প্রদর্শন করেছেন বায়ুসেনার বিশেষ সারঙ্গ হেলিকপ্টার৷ অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমানের ‘মা তুঝে সালাম’ সঙ্গীতে মহড়া চালায় বায়ুসেনা৷

তবে বায়ুসেনার সারঙ্গ হেলিকপ্টারের প্রসিদ্ধি অন্য কারণে৷ ২০১৩ সালের জুন মাসে একটি অভাবনীয় ঘটনা ঘটিয়েছিল এই হেলিকপ্টার৷ উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি তৈরি হলে, এই সারাঙ্গ হেলিকপ্টার তাদের প্রশিক্ষণ মহড়া পরিত্যাগ করে তেলেঙ্গানার বায়ুসেনা ঘাঁটি থেকে সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রহনা দেয়৷ বহু মানুষকে প্রাণে বাঁচায়৷ বায়ু সেনার ৮৪তম বার্ষিকীতে তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সহ একাধিক নেতা-মন্ত্রীরা৷-কলকাতা২৪
৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে