রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০৩:০০:১১

‘পাকিস্তানকে এখনই সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্র ঘোষণা নয়’

‘পাকিস্তানকে এখনই সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্র ঘোষণা নয়’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আশায় জল ঢেলে আমেরিকার প্রশাসন জানিয়ে দিল যে, পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা করবে না৷ এমনকী দক্ষিণ এশিয়া থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে পাকিস্তানের সঙ্গে যৌথ ভাবে কাজ করার সিদ্ধান্তও নিয়েছে তারা৷

শুক্রবার মার্কিন পররাষ্ট্র  দফতরের মুখপাত্র জন কারবি জানিয়ে দিল যে, আমেরিকার পূর্ণ আস্থা আছে যে, পাকিস্তান তার পরমাণু অস্ত্র রক্ষা করতে সক্ষম। পাশাপাশি পরমাণু অস্ত্রের কাছে যাতে সন্ত্রাসীরা পৌঁছাতে না পারে তাও ঠেকানোর ক্ষমতা রয়েছে ইসলামাবাদের, এমনটাই মত জন কারবির।

পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার জন্য মার্কিন কংগ্রেসে এর মধ্যেই পাশ হয়ে যাওয়া বিল আবারও উঠেছে। এবার ওই বিল ওবামা সরকার সমর্থন করবে কি না, এমন এক প্রশ্নের জবাবে জন কারবি বলেন, বিলটিতে কী আছে সে সম্পর্কে তাঁর বিশেষভাবে কিছু জানা নেই।

পাকিস্তান পরমাণু অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়া ঠেকাতে পারবে কি না, এমন অন্য প্রশ্নের জবাবে জন কারবি জানান, “আমরা আস্থাশীল যে, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের জন্য যতটা নিরাপত্তার নিশ্চয়তা দরকার পাকিস্তানের হাতে তা রয়েছে।”-কলকাতা২৪

৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ফিরোজ/এফএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে