রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬, ০২:১১:০৫

পাক-ভারত উত্তেজনার মধ্যে যুদ্ধ নিয়ে যা বললেন আমেরিকায় নিযুক্ত পাকিস্তানি দূত

পাক-ভারত উত্তেজনার মধ্যে যুদ্ধ নিয়ে যা বললেন আমেরিকায় নিযুক্ত পাকিস্তানি দূত

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে উরি হামলার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমনকি উভয় দেশ যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশ।

এর মধ্যেই যুদ্ধ কোনও বিকল্প নয় বলে মন্তব্য করে আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি বলেছেন, আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানকে কাশ্মীর সব বিভিন্ন দ্বিপাক্ষিক বিতর্কের নিষ্পত্তি করতে হবে।

পাক রাষ্ট্রদূত বলেন, যুদ্ধে যাওয়াটা কোনওভাবেই বিকল্প হতে পারে না। কারণ, দুটি দেশেরই আর্থিক উন্নতির প্রয়োজন রয়েছে এবং জনকল্যাণের কাজ করতে হবে। বিশ্বব্যাঙ্ক ও ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের বার্ষিক বৈঠকের অবকাশে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে জিলানি এ কথা বলেছেন।

একটি প্রশ্নের উত্তরে পাক দূত বলেছেন, দুটি পরমাণু অস্ত্রধর দেশের মধ্যে যুদ্ধ কোনও বিকল্প নয়। যুদ্ধের কথা ভাবাটাও অকল্পনীয়। পাক সরকারের বক্তব্য হল- আন্তর্জাতিক আইন মেনে কাশ্মীর সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকায় বিভিন্ন বৈঠকে জিলানির সঙ্গে ছিলেন দুই সফররত পাক দূত। ওই দূতেরা মার্কিন বিদেশ বিভাগ ও জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গেও বৈঠক করেন। আমেরিকায় তাঁদের দৌত্যে ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন জিলানি।
০৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে