আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পারিবারিক কলহ থামাতে গিয়ে গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ প্রধান ব্রায়ান রেয়েস বলেন, এক নারী টেলিফোনে পুলিশকে জানায়- তার প্রাপ্তবয়স্ক ছেলে বাড়িতে বিশৃংখলা করছে। এরপর দুই পুলিশ কর্মকর্তা ওই বাড়িতে গেলে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
তিনি বলেন, 'ছেলেটি বাড়ির দরজা খুলে দিতে অস্বীকৃতি জানায় এবং বন্ধ দরজার মধ্যদিয়ে তাদেরকে গুলি করার হুমকি দেয়।' পুলিশ কর্মকর্তারা ওই বাড়িতে যাওয়ার ১০ মিনিট পর জরুরি সহায়তা চেয়ে বলা হয়, তাদেরকে গুলি করা হয়েছে।
পুলিশ প্রধান আবেগপ্রবণ হয়ে বলেন, 'এটা সাধারণ একটা পারিবারিক কলহের ঘটনা। আর ছেলেটি গুলি চালাল। আমার মনে হচ্ছে, আমি দুঃস্বপ্ন দেখছি।' তিনি জানান, গুলিতে আহত তিন কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়।
নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- জোসে গিলবার্ট ভেগা (৩৫) ও লেসলে জেরেবনি (২৭)। গিলাবার্টের ডিসেম্বরে অবসরে যাওয়ার কথা ছিল। আর লেসলে চার মাস আগে একটি সন্তানের জন্ম দিয়েছেন।
০৯ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস