সোমবার, ১০ অক্টোবর, ২০১৬, ০৪:৪৩:৫২

আগে সীমান্ত পারের সন্ত্রাস বন্ধ, পরে অন্য কথা

আগে সীমান্ত পারের সন্ত্রাস বন্ধ, পরে অন্য কথা

আন্তর্জাতিক ডেস্ক:  আগে সীমান্ত পার করে সন্ত্রাস বন্ধ করুন, তবেই না কাশ্মীর নিয়ে আপনাদের কথা শুনব। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জনমত সংগ্রহ করতে আমেরিকা গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই বিশেষ দূত। পাঁচ দিন এই নিয়ে ক্রমাগত দৌত্য চালিয়েও কোনও সুবিধা করতে পারেননি তাঁরা। এই অবস্থায় আমেরিকাকে ‘‌ক্ষয়িষ্ণু শক্তি’‌ জানিয়ে তাঁরা চীন, রাশিয়া, ইরানের পক্ষে যোগ দেওয়ার হুমকি দেন। এরপরেও কোনও কাজ হয়নি।

তখনই ভারতের মাও সমস্যা, উত্তর–পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সমস্যার কথাও তুলে ধরার হুমকি। তাতেও কাজ না হওয়ায় পাকিস্তানের পুরনো অবস্থান তুলে ধরে প্রতিনিধি দলের সদস্য মুশায়েদ হুসন সৈয়দ বলেন, ‘‌রাষ্ট্রনীতীতে জঙ্গিদের কোনও ভূমিকা নেই। রাষ্ট্রবহির্ভূত কোনও শক্তিকে পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হয় না।’‌ পাকিস্তানের বিরুদ্ধে এই যুক্তিগুলিই তুলে ধরেছিলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি ইনাম গাম্ভীর।-আজকাল

১০ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে