সোমবার, ১০ অক্টোবর, ২০১৬, ০১:১৩:২১

মার্কিন যুদ্ধজাহাজে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন যুদ্ধজাহাজে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে এক মার্কিন রণতরী লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানের পরেও ওই রণতরী লক্ষ্য করে দু'টি মিসাইল ছোঁড়া হয়। তবে মিসাইলগুলো রণতরীতে আঘাত হানতে পারেনি।
 
মার্কিন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, ইয়েমেনে ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গ্রুপ হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে রণতরী ইউএসএস ম্যাসনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
 
হামলার সময় রণতরীটি তীর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরের দক্ষিণভাগের শেষাংশে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল।
 
এক ঘণ্টার ব্যবধানে মিসাইল দু'টি ছোঁড়া হয় বলেও জানান জেফ ডেভিস।
 
তিনি আরও বলেন, আমরা মিসাইল দু'টির উৎসস্থল নিরূপণ করতে পেরেছি। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে মিসাইল দু'টি ছোড়া হয়।
 
জেফ ডেভিস হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের জাহাজ ও আমাদের সেনা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। -সিএনএন।
১০ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে