আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানীতে একটি পুলিশ চেকপয়েন্টে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১০ আফগান পুলিশ কর্মকর্তাসহ ১৪ জন নিহত হয়েছে।
এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরো ১৫ জন। তালেবান সোমবার চালানো এই হামলার দায় স্বীকার করে প্রাদেশিক রাজধানী লস্কর গাহ শহর দখল করার জন্য এটিকে একটি বড় মাপের আক্রমণ বলে ঘোষণা করেছে।-খবর আল জাজিরার।
খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে প্রদেশেটির অধিকাংশ এলাকা জুড়ে এই সশস্ত্র দলটি তার পদাঙ্ক প্রসারিত করেছে এবং সপ্তাহের ব্যবধানে প্রাদেশিক রাজধানী লস্কর গাহ শহরের ফটকে পৌঁছে গেছে।
পুলিশ কর্মকর্তা হাজি মারজানের মতে, গাড়ি বিস্ফোরণের ঘটনাটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ঘটেছে। তালেবান কর্তৃক আগেই শহরজুড়ে পুলিশ চেকপয়েন্টগুলোকে তার লক্ষ্যবস্তুতে পরিণত করার পর এই হামলা চালালো।
মারজান বলেন, লস্কর গাহ-এর মুখতার এলাকায় চালনো এই হামলায় তার ভাইসহ অন্তত ১০ পুলিশ কর্মকর্তা আর ৪ বেসামরিক লোক মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করে বলেন, এটা স্পষ্ট নয় যে, কতজন লোক বিস্ফোরণের পর অখ্যাত অবস্থায় আছে। এদিকে এই ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন বলে লস্কর গাহ’র আন্তর্জাতিক জরুরী হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন।
১০ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস