মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬, ০২:৪৯:১৪

সেলফি আপলোড করার পর পুলিশের কাছে ধরা পড়ে খুনি

সেলফি আপলোড করার পর পুলিশের কাছে ধরা পড়ে খুনি

আন্তর্জাতিক ডেস্ক: সেলফি তুলেই পুলিশের জালে ধরা পড়ল মণিকা ঘুর্দের খুনি৷ শেষ পর্যন্ত বেঙ্গালুরু থেকে তাকে আটক করা হয়। ২২ বছরের এই যুবক সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করতেই তার সন্ধান পেয়ে যায় পুলিশ। তারপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার মণিকা ঘুর্দে নামের এক খ্যাতনামা সুগন্ধি ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় গোয়ায় তাঁর নিজের ফ্ল্যাট থেকে৷ মৃত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। রাতে তাঁর এক বান্ধবী ফ্ল্যাটে ফিরে এই দৃশ্য দেখেন। মণিকা দেবীর পরনে কোনও পোশাক ছিল না। এবং তাঁর হাতও বাঁধা ছিল খাটের সঙ্গে৷ ওই বান্ধবীই পুলিশকে খবর দেন। পুলিশের অনুমান, শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে মণিকা দেবীকে৷

এই ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ প্রাথমিক তদন্তের পরই পুলিশ জানতে পারে ঘটনার পর থেকেই ফেরার মনিকার আবাসনের নিরাপত্তারক্ষী। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে ওই নিরাপত্তারক্ষীর তথ্য জোগার করে তদন্তকারী দল। ইতিমধ্যেই পুলিশ জানতে পারে, মণিকা দেবীর এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা হয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রের খবর, রাজকুমার নামের ওই ২২ বছরের পাঞ্জাবি যুবক সম্প্রতি ওই আবাসনে কাজে ঢুকেছিল৷ পুলিশের সন্দেহের তালিকায় তার নাম ছিলই৷ ফলে তার সমস্ত খোঁজ রাখছিল পুলিশ৷ ঘটনার পর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ এমনকি, সোশ্যাল নেটওয়ার্কেও কোনও আপডেট ছিল না৷

কিন্ত গতকাল একটি দোকানের সামনে সেলফি তুলে সাইটে আপলোড করে সে৷ সেখান থেকেই পুলিশ জানতে পারে আপাতত বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়েছে ওই যুবক৷ এবং প্রায় ৪০টি লজে ঘুরে শেষপর্যন্ত পুলিশ তাকে ধরতে পারে।

জানা যাচ্ছে, পুলিশি জেরায় রাজকুমার অভিযোগ স্বীকার করে নিয়েছে। পুলিশকে নিজেই জানিয়েছে ঘটনার দিন রাতে তিনি ফ্ল্যাটে ঢুকে ছিল৷ সেইসময় ঘুমিয়ে ছিলেন মণিকা৷ তখনই রাজকুমার তার হাত বেঁধে দেয় খাটে এবং শারীরিক নির্যাতন করে তাকে। তারপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে সে৷ অভিযুক্ত আরও জানিয়েছে, এই ঘটনা পূর্ব পরিকল্পিত৷ বেশ কয়েকদিন ধরেই প্ল্যান করেছিল রাজকুমার৷ তারপরই সেই পরিকল্পনামাফিক কাজ করে সে৷

পুলিশ জানিয়েছে, রাজকুমারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও তদন্ত করে দেখা হচ্ছে রাজকুমারের সঙ্গে এই ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কিনা।-সংবাদ প্রতিদিন

১১ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে