আন্তর্জাতিক ডেস্ক : এমন ঘটনা ঘটেছে ভারতের এলাহাবাদে। মহরম উপলক্ষে অনুষ্ঠিত এক মজলিশে বোরখা পরে মহিলাদের শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়েছেন বিশ্ব হিন্দু পরিষদের আহমেদাবাদ জেলার এক নেতা।
অভিষেক যাদব নামের ওই নেতাকে প্রথমে উত্তম-মধ্যম দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।
শনিবার রাতে মহরম উপলক্ষে এক মিলাদের আয়োজন করা হয় এলাহাবাদের মনি-উমরপুর গ্রামের ইমামবারায়। ওই মিলাদ অনুষ্ঠানে এসেছিলেন বহু মহিলাও। বোরখা পরে ওই মহিলাদের মধ্যে ঢুকে পড়েন অভিষেক যাদব।
মিলাদ চলাকালীন এক মহিলা উঠে গিয়ে আয়োজকদের কাছে অভিযোগ করেন, বোরখা পরে এক পুরুষ তাদের সঙ্গে অসভ্যতা করছে। শুনেই ক্ষেপে ওঠেন আয়োজকরা। তারা এসে ওই নেতাকে ধরে ফেলেন। বোরখা খুলতেই বেরিয়ে পড়েন অভিষেক যাদব।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ক্ষিপ্ত জনতাকে শান্ত করেন মিলাদে আগত বয়স্ক ব্যক্তিরা। তারাই পুলিশকে খবর দেন। অভিষেকের সঙ্গে ছিল আরও এক সহযোগী। গোলমাল দেখে সে চম্পট দেয়।
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর