আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরে একের পর এক হামলা চলছেই। পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলার মধ্যেই সোপিয়ান জেলায় সিআরপিএফের কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে অন্তত ৮জন আহত হয়েছেন, এঁদের মধ্যে ১জন সিআরপি জওয়ান, বাকিরা সাধারণ নাগরিক।
সোমবার কাকভোরে পাম্পোরের ইডিআই কমপ্লেক্সেস-এ ঢুকে পড়ে একদল জঙ্গি। তাদের বার করে আনতে চেষ্টা চালাচ্ছে সেনা। এর মধ্যেই সোপিয়ান হামলা বুঝিয়ে দিল, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে কীভাবে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান।
অশান্তির জেরে শ্রীনগরের অভ্যন্তরীণ এলাকাগুলোয় এখনও বহাল রয়েছে কারফিউ। দিনচারেক আগে সহিংস বিক্ষোভ চলাকালীন নিরাপত্তারক্ষীদের পেলেট গানের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা রক্ষার কারণে তখন থেকে এলাকায় কারফিউ বহাল রয়েছে।
এদিকে কাশ্মীরে গত ফেব্রুয়ারি মাসে জঙ্গি হামলার শিকার হওয়া এক সরকারি ভবন পুনরায় দখল নেওয়ার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও ভবনটির ভেতরে অবস্থান করছে জঙ্গিরা। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই জঙ্গিদের গুলি বিনিময় চলছে। সোমবার পুনরায় দখল নেওয়ার সময় জঙ্গিদের গুলিতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন।
১১ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম