আন্তর্জাকিত ডেস্ক: বিশ্বের এমন কোনও শক্তি নেই যা কাশ্মীরের জনগণের সংগ্রামের প্রতি পাকিস্তানের সমর্থন দেওয়া বন্ধ করতে পারে। ক্ষমতায় থাকা পাক্স্তিান মুসলিম লীগ-এন’র কেন্দ্রীয় কার্য কমিটির সভায় এমনটাই মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী নওইয়াজ শরিফ। তিনি তাঁর ভাষায় বলেন, “কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামকে যদি ভারত সন্ত্রাসী তৎপরতার সঙ্গে মিলিয়ে ফেলতে চায় তাহলে তারা ভুল করবে।” কশ্মিরের জনগণের প্রতি সমর্থন দিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর সমালোচনা।
সভায় নওয়াজ শরীফ আরও বলেন, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির প্রকল্প বাস্তায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবে বেলুচিস্তানের মানুষ। তিনি জানান, থার এলাকায় একটি কয়লাভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে যা ২০১৮ সালের মধ্যে শেষ হবে এবং তখন সেখান থেকে জাতীয় গ্রিডে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।-কলকাতা২৪
১১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস