বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ০৪:৫৬:৪৫

ডেভিড ক্যামেরনের নতুন চাকরি

ডেভিড ক্যামেরনের নতুন চাকরি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের ক্ষমতায় আসার পরপরই ন্যাশনাল সিটিজেন সার্ভিস ট্রাস্ট (এনসিএস) গঠন করেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ক্ষমতা ত্যাগ করার পর কয়েক মাস বেকার সময় কাটানোর পর নিজের গড়া ট্রাস্টেই যোগ দিলেন তিনি। এতে ক্যামেরন কাজ করলেও কোনো অর্থ গ্রহণ করবেন না। অর্থাৎ তিনি কাজ করবেন স্বেচ্ছাসেবী হিসেবে।

এনসিএসটি ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য এনসিএস সামাজিক উন্নয়ন কর্মসূচি-বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১০ সালের মে মাসে এটা গঠন করার ঘোষণা দেন ক্যামেরন।

 ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এটির। এখন প্রায় দুই লাখ ৭৫ হাজার মানুষ এনসিএস-এর সঙ্গে যুক্ত।

ব্রিটেনের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়ায় চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন। ছয় বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি।

ক্যামেরন বলেন, রাস্তাঘাটে লোকজন আমাকে দেখেই বলেন, এনসিএসের কারণে তাদের সন্তানেরা কীভাবে উপকৃত হয়েছেন। আমি তরুণদের কাছ থেকে নিয়মিতই চিঠি পাই সেসব তরুণের কাছ থেকে যারা এতে যুক্ত হওয়াটাকে অনেক উপভোগ করছেন।
১২ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে