মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০৬:১৪:৩২

ভেসে উঠলো আরেক আয়নালের মৃতদেহ

ভেসে উঠলো আরেক আয়নালের মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক: নিহত শবণার্থী শিশু আয়লানের স্মৃতি এখনও মুছে যায়নি। এর মধ্যেই, গ্রিসের কস দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে আরও দুই শরণার্থী শিশুর মৃতদেহ। ইউরোপের দেশগুলোতে শরণার্থী সঙ্কটে এটাই সর্বশেষ মর্মান্তিক মৃত্যুর ঘটনা। চলতি বছরে এখনও অবধি প্রায় ছয় লাখ ৩০ হাজার শরণার্থী অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে।

জানা যায়, উদ্ধার করা শিশুদের মৃতদেহের মধ্যে একজনের বয়স এক বছরেরও কম। শিশুটির পরনে ছিল সবুজ টাউজার ও সাদা টি-শার্ট। অন্য শিশুটির দেহে ছিল নীল ট্রাওজার ও গোলাপি রংয়ের টি-শার্ট। প্রথম শিশুটি উদ্ধারের কয়েক ঘণ্টা পর একই স্থান থেকে দ্বিতীয় শিশুটিকেও উদ্ধার করা হয়। গ্রিসের সংবাদ সংস্থার খবর, শিশু দুটি অভিবাসন প্রত্যাশী পরিবারের সদস্য হতে পারে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য দেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।
০৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে