আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি পার্কিংয়ে বাধা দেওয়ায়, মেরে ট্রাফিক পুলিসের পা ভেঙে দিল তাঁরই প্রতিবেশী। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ট্রাফিক পুলিস অপূর্ব মহান্ত।
মেদিনীপুরের রাঙামাটি পুজো মণ্ডবের সামনে নবমীর রাতে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা হয় গাড়ি চালক শিব প্রধানের সঙ্গে ট্রাফিক পুলিসকর্মী অপূর্ব মহান্তর। শিব প্রধান আবার ট্রাফিক পুলিসকর্মী অপূর্ব মহান্তর প্রতিবেশী। অভিযোগ, পরেরদিন অপূর্ব মহান্তর বাড়িতে দলবল নিয়ে হামলা চালায় শিব প্রধান। গুরুতর আহত হন ট্রাফিক পুলিস কর্মী অপূর্ব মহান্ত ও তাঁর বাবা। দুজনেই হাসপাতালে ভর্তি। শিব প্রধান সহ ছজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। জিনিউজ
১২ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/ইসলাম/নাঈম/