বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ০৬:২৭:৪১

কাবুলে দরগায় জঙ্গি হানা, মৃত বহু

কাবুলে দরগায় জঙ্গি হানা, মৃত বহু

আন্তর্জাতিক ডেস্ক: আবারও জঙ্গি হামলার শিকার কাবুল৷ দরগায় প্রার্থনা চলাকালীন সেখানে হামলা চালাল তিন জঙ্গি৷ ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ এদের মধ্যে রয়েছেন একজন পুলিশকর্মী৷ ঘটনায় আহত কমপক্ষে ৩৬৷

জানা গিয়েছে, কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে এই দরগায় শিয়া মুসলিমদের প্রার্থনাগৃহ রয়েছে৷ সেখানেই প্রার্থনায় অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ৷ আর সেই সময় তিন জঙ্গি সেখানে হামলা চালায়৷ ঘটনার খবর পেয়েই সেখানে পুলিশ পৌঁছয় এবং দরগাটিকে চারদিক থেকে ঘিরে ফেলে বলে খবর৷ পুলিশ সূত্রে খবর, এরপরই পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয় এবং ঘটনায় এক জঙ্গি নিহত হয়৷ এরপর আত্মঘাতী বিস্ফোরণে অপর এক জঙ্গিও প্রাণ হারায়৷ তৃতীয় জঙ্গি নিকেশ করতে এখনও লড়াই চালাচ্ছে পুলিশ৷ জানা গিয়েছে, এখনও দরগার ভিতরে আটকে রয়েছে বেশ কিছু সাধারণ মানুষ৷ তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে৷-সংবাদ প্রতিদিন
১২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে