বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ০৭:৩৩:২৫

জেরুজালেমে ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা

জেরুজালেমে ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিতি বিক্ষোভকারী নিহত হয়েছেন। খবর-আল জাজিরা

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, জেরুজালেমের অধিকৃত পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের বিক্ষোভের আগে মঙ্গলবার রাতে ইসরাইলি সেনারা ওই এলাকায় অভিযান চালিয়েছিল।
 
ইহুদিদের একটি ধর্মীয় উৎসবের প্রাক্কালে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সেনা মোতায়েন করে ইসরাইল।
 
মঙ্গলবার রাতে ২০ বছরের আলি শিওউখিকে গুলি করে হত্যা করে সেনারা। তার বুকে গুলি করা হয়। এসময় ইসরাইলি সেনারা একটি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছতে বাধা দেয় বলে ফিলস্তিনি গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে। কয়েকদিন আগেই ইসরাইলের কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।
 
ইসরাইলি সেনারা দাফনে বাধা দিতে পারে এই আশঙ্কায় মঙ্গলবার ভোরেই আলি শিওউখির দাফন সম্পন্ন করে তার স্বজনরা। ইসরাইলের কারাগারে ১৫ মাস কাটিয়েছিলেন তিনি।
১২ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে