বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৯:৫৯:৪৭

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে জাপান

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে জাপান। বুধবার রাতে রাজধানী টোকিও’র ৫ লাখ ৮০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যাহত হয় ট্রেন চলাচল ও সরকারি অফিসের কার্যক্রম। দুটি পাওয়ার ট্রান্সমিশন ক্যাবলে অগ্নিকাণ্ডের ফলে এ বিদ্যুৎ বিপর্যয়ের সূত্রপাত হয়। পরে কর্তৃপক্ষের ত্বরিত পদক্ষেপে দ্রুত বিদ্যুৎ দ্রুত ফিরে আসে।

টেলিভিশনের ফুটেজে টোকিও’র উত্তরে নিজা নগরীতে ওই কোম্পানি পরিচালিত ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রের ওপর ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়।

কর্মকর্তারা জানান, বুধবার রাতে টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)-এর একটি বিদ্যুৎ উপকেন্দ্রের ওই দুই পাওয়ার ট্রান্সমিশন ক্যাবলে আগুন ধরে যায়। এ ঘটনায় টোকিও’র দু’টি রেললাইনও কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। -দ্য জাপান টাইমস, এবিসি নিউজ।
১৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে