মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০৮:০৬:৪৭

ইয়েমেন প্রধানমন্ত্রীর হোটেলে ভয়াবহ রকেট হামলা

ইয়েমেন প্রধানমন্ত্রীর হোটেলে ভয়াবহ রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের এডেনে প্রধানমন্ত্রী খালেদ বাহাহ, ভাইস প্রেসিডেন্ট ও সরকারি বেশকিছু কর্মকর্তার ব্যবহৃত একটি হোটেলে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।  এ হামলায় এখন পর্যন্ত কোনো মন্ত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর : অালজাজিরা ও বিবিসি

দ্বিতীয় বৃহত্তম এডেন শহরের আল কাসর হোটেলটি দেশটির সরকারের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।  এর আগে গত মার্চে রাজধানী সানায় হুথি বিদ্রোহীরা আক্রমণ শুরু করলে দেশটির প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি নেতৃত্বাধীন সরকার সৌদি আরবে পালিয়ে যায়।

গত জুলাইয়ে সরকারি বাহিনীর হামলার মুখে হুথি বিদ্রোহীরা শহরটি থেকে পিছু হটে।  সরকারি সেনারা এডেনের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদির সরকারের সদস্যরা শহরটিতে ফিরে আসে।  এরপর থেকে আল কাসর হোটেলটিকে সরকারি কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

তবে হামলার সময় আল কাসর হোটেলে হাদি ও তার সরকারের কোনো সদস্য ছিলেন না।  

এদিকে আরব জোটের সেনারা একাধিক অবস্থানের ওপর হামলা করায় অন্তত ১৫ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম।

সরকারের মুখপাত্র এবং স্থানীয়রা জানান, ইয়েমেনি কর্মকর্তাদের অবস্থানরত একটি হোটেল এবং এডেনে একটি উপসাগরীয় সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে।

গত জুলাইয়ে হুথি বিদ্রোহীদের কাছ থেকে এডেনের নিয়ন্ত্রণ নেয়ার পর এটিই ছিল সবচেয়ে বড় হামলার ঘটনা।  নিহতদের মধ্যে চারজন আমিরাতি এবং একজন সৌদি সেনা রয়েছে বলে জানিয়েছে ওয়াম।

ইয়েমেনে আমিরাতের ৪০০০ সেনা মোতায়েন রয়েছে।  এর আগে গত ৪ সেপ্টেম্বর ইয়েমেনের মারিব প্রদেশে একটি অস্ত্রাগারে মিসাইল হামলায় ৫২ আমিরাতি সেনা নিহত হয়।  এ সময় ১০ সৌদি এবং ৫ বাইরাইনি সেনাও মারা যায়।

১৯৭১ সালে আমিরাত সেনাবাহিনী প্রতিষ্ঠার পর সেটি ছিল সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।  গত মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব এবং আরব মিত্ররা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ইয়েমেনে অন্তত চার হাজার ৯০০ মানুষের প্রাণহাণি ঘটেছে।  এর মধ্যে দুই হাজার ২০০ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে