আন্তর্জাতিক ডেস্ক : আন্তঃমহাদেশীয় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়ার সামরিক বাহিনী। আমেরিকার সঙ্গে যখন রাশিয়ার বিভিন্ন বিষয়ে বিশেষ করে সিরিয়া ইস্যুতে সম্পর্কের মারাত্মক টানাপড়েন চলছে তখন এসব অত্যাধুনিক এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি সাবমেরিন থেকে রুশ বাহিনী পরমাণু বোমা বহনে সক্ষম একটি রকেট নিক্ষেপ করেছে। জাপানের উত্তরে অখস্তোক এলাকায় গিয়ে এটি সফল ভাবে আঘাত হানে। এরপর ব্যারেন্ট সাগরে অবস্থানরত সাবমেরিন থেকে একটি তোপোল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আর তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি দ্বীপ থেকে। তিনি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মিসাইলই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।
এদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, দেশের সামরিক মহড়াকে বিশ্ববাসীর সামনে হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে পশ্চিম দেশগুলি। তবে এসব মহড়া উদ্বেগের কোনও কারণ নয় বরং নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ। রাজধানী মস্কোয় এক প্রেস কনফারেন্সে বিশ্ববাসীকে এহেন বার্তা দেওয়ার পাশাপাশি ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষার জন্যে সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। -কলকাতা২৪।
১৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম