বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৪:৩৯:৩৯

শত্রুর চোখে ধুলো দিয়ে মুহূর্তেই ভ্যানিশ হয়ে যাবে এই নয়া অস্ত্র

শত্রুর চোখে ধুলো দিয়ে মুহূর্তেই ভ্যানিশ হয়ে যাবে এই নয়া অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের ইতিহাস বলে, কেউ সৎভাবে জয়ী হতে পারে না। কৌশলেই যুদ্ধ জয় সম্ভব। এটাই বিশ্বাস করেন রাশিয়ান যুদ্ধ বিশেষজ্ঞরা। আর সেইজন্যই এবার রাশিয়ার সামরিক সজ্জায় জায়গা করে নিচ্ছে এক বিশেষ ধরনের অস্ত্র, যা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যেতে পারে। অর্থাৎ, এইমাত্র এসে দাঁড়াতে দেখা গেল একটা মিসাইল লঞ্চার। আর কিছুক্ষণের মধ্যেই ভ্যানিশ। শত্রুদের চোখে ধোঁয়া দিতে এর থেকে চরম অস্ত্র আর কিই বা হতে পারে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে এই ধরনের একগুচ্ছ অস্ত্র তৈরি করছে একটি হট এয়ার বেলুন সংস্থা। তারা বানাচ্ছে ইনফ্ল্যাটেবল (হাওয়া-ভরা বেলুনের মত) ট্যাংক, জেট, মিসাইল লঞ্চার সহ বিভিন্ন জিনিস। তৈরি হচ্ছে MiG বিমানও। রাশিয়ার এক গোপন জায়গায় উঁচু দেওয়ালে ঘেরা কারখানায় তৈরি হচ্ছে এইসব অস্ত্র। উপকরণ বলতে শুধুই সেলাই মেশিন।russia-1

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে সামরিক শক্তি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাশিয়া। আর লুকিয়ে শত্রুপক্ষের চোখে ধুলো দিয়ে যুদ্ধ করায় রাশিয়ার দীর্ঘদিনের আগ্রহ। যা ‘মাসকিরোভা’ নামে পরিচিত। এই পদ্ধতিতে শত্রুরা কিছুতেই ভেবে বের করতে পারবে না, আসল আক্রমণের জায়গা কোথায়। ফলে অতর্কিতে হামলা চালাতে সুবিধা হবে। ঠিক যেভাবে গাছের পাতা গায়ে চাপিয়ে লুকিয়ে থাকে সেনা। সাধারণ সেনা অভিযানের থেকে তাই ‘মাসকিরোভা’ অনেক বেশি কার্যকর হয়। এই পদ্ধতি নিয়েই ১৯৮৩ তে পর্যটকের বেশে সিরিয়ায় যায় বহু সেনা, যা  “comrade tourist” নামে পরিচিত।-কলকাতা২৪
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে