বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৬:১০:০৫

আবারো ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আবারো ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে দ্বিতীয় বারের মতো নিজেদের যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত করার পর ইয়েমেনে রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলেছে, যে স্থানে ওই রাডার স্থাপনা রয়েছে তা নিয়ন্ত্রণ করে হুতি বিদ্রোহীরা।

২০১৫ সালের মার্চে ইয়েমেন সঙ্কট শুরুর পর এটাই সেখানে বিদ্রোহীদের টার্গেট করে যুক্তরাষ্ট্রের প্রথম হামলা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তিনটি রাডার স্থাপনা থেকে।

সেসব স্থাপনা যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়ে গেছে। এ হামলায় অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন কর্মকর্তাদের মতে, ইউএসএস নিটজে ডেস্ট্রয়ার থেকে টোমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করে ওই হামলা জরা হয়েছে।

পেন্টাগন মুখপাত্র পিটার কুক বলেছেন, আমাদের লোকজন, আমাদের জাহাজ, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে আমাদের চলাচলের স্বাধীনতা রক্ষা করতে আত্মরক্ষামুলক সীমিত ওই হামলা চালানো হয়েছে। আমাদের কোনো যুদ্ধজাহাজ, বাণিজ্যিক জাহাজে আর কোনো হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র তার উচিত জবাব দেবে।

ইয়েমেন থেকে মার্কিন জাহাজ ইউএসএস ম্যাসনে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্র ওই হামলা চালিয়েছে। পেন্টাগন থেকে বলা হয়েছে, ওই সময় জাহাজ থেকে আত্মরক্ষামুলক ব্যবস্থা নেয়া হয়েছিল। তবে এতে কোনো ক্ষতি হয় নি জাহাজটির।

এর আগে গত রোববার ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে ইউএসএস ম্যাসনের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কিন্তু তা জাহাজে আঘাত করার আগেই পানিতে পড়ে যায়।

ওদিকে হুতি মুখপাত্র সাবা নিউজ এজেন্সিকে বলেছেন, তারা কোনো জাহাজকে টার্গেট করেন নি। উল্লেখ্য, সৌদি আরব নেতৃত্বাধীন একটি বহুজাতিক জোটে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারাই হুতি আন্দোলনকারীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।

এ মাসের শুরুর দিকে রাজধানী সানায় একটি দাফন অনুষ্ঠানে বিমান হামলায় কমপক্ষে ১৪০ জন নিহত হওয়ার পর জোটে যুক্তরাষ্ট্রের সমর্থনে টান পড়েছে।
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে