বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৭:২০:২৫

খোলাখুলি যুদ্ধের আহ্বান, ভারতের বিরুদ্ধে পাকিস্তানিদের হামলার হুঙ্কার

খোলাখুলি যুদ্ধের আহ্বান, ভারতের বিরুদ্ধে পাকিস্তানিদের হামলার হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক: খোলাখুলি যুদ্ধের আহ্বান। ভারতের বিরুদ্ধে হামলার হুঙ্কার৷ দাবি, সরকার যেন এই সুযোগ নষ্ট না করে৷ কাশ্মীরকে পুরোপুরি দখল করতে তৈরি জৈশ এ মোহাম্মদ।

মার্কিন চাপের মুখে জেরবার পাকিস্তান সরকারকে আরও বেকায়দায় ফেলেছে মাসুদ আজহারের মন্তব্য।  জৈশ প্রধানের এমনই আক্রমণাত্মক লেখা প্রকাশিত হয়েছে সংগঠনের মুখপত্র ‘আল কালাম’-এ।

সেখানে মাসুদ আজহারের দাবি, সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক। এই প্রসঙ্গে ১৯৭১ সালের যুদ্ধে চরম পরাজয়ের বদলা নিতেও প্রস্তুত জৈশ ই মোহাম্মদের জিহাদিরা। লিখেছে মাসুদ আজহার।

১৯৯৩ সালে কাশ্মীর থেকে তাকে গ্রেফতার করে ভারত সরকার৷ পরে ১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে IC814 বিমানটিকে মাঝ আকাশে অপহরণ করে জঙ্গিরা৷ পরে অমৃতসর, লাহোর, দুবাই হয়ে কান্দাহারে নিয়ে যাওয়া

হয় বিমানটিকে৷ মাসুদ আজহারের মুক্তির বিনিময়ে তৎকালীন তালিবান শাসনাধীন আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দর থেকে ছাড়া হয়েছিল ১৯০ জন যাত্রীকে৷ পাকিস্তানে ফিরেই প্রকাশ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে শুরু করে মাসুদ আজহার৷
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে