শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০২:২৭:০৮

যে কারণে লাদেনকে খুঁজছেন নিকোলাস!

যে কারণে লাদেনকে খুঁজছেন নিকোলাস!

আন্তর্জাতিক ডেস্ক: প্রকাশ করা হলো যুক্তরাষ্ট্রের কমেডি ফিল্ম ‘আর্মি অব ওয়ান’-এর অফিসিয়্যাল ট্রেইলার। মঙ্গলবার, ১১ অক্টোবর এটি প্রকাশ হয়। আর সেই ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছে গ্যারি ফকনারের চরিত্রের সঙ্গে ভালো মানিয়ে গেছেন অভিনেতা নিকোলাস কেইজ। যেখানে তিনি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন ওসামা বিন লাদেনকে। এখন প্রশ্ন হচ্ছে, গ্যারি ফকনার কেন লাদেন কে খুঁজছেন?

কারণ...ছবিতে গ্যারি ফকনার চরিত্রটি বিশ্বাস করে- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরতে ঈশ্বর তাকে কলোরাডো থেকে পাকিস্তান পাঠিয়েছেন। ভাবনা অনুযায়ীই পাকিস্তান যেতে সক্ষম হন ফকনার। সেখানে মার্কিন নিরাপত্তা কর্মীদের নজরে আসেন তিনি। ছবিতে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্রান্ডকে ঈশ্বররূপে হাজির করা হচ্ছে। নিকোলাস কেইজ ছাড়াও ওয়েন্ডি ম্যাকলেন্ডন, রেইন উইলসন, কেন ম্যারিনো, ডেনিস ও’হারেকেও দেখা যাবে এ ছবিতে। এটি পরিচালনা করেছেন ল্যারি চার্লস।

২০১০ সালে পাকিস্তানের পর্বতে সন্ধান পাওয়া সত্যিকারের ফকনারের গল্পকে খানিকটা অবলম্বন করে ছবির কাহিনি গড়ে উঠেছে। তখন লাদেনকে খুঁজতে ১১ বারেরমতো প্রচেষ্টা চালাচ্ছিলেন তিনি।

আগামী ৪ নভেম্বর ‘আর্মি অব ওয়ান’র ডিজিটাল এইচডি প্রকাশ পাবে। আর চাহিদা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে ব্লু রে ও ডিভিডি আকারে পাওয়া যাবে ছবিটি।
১৪ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে