শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০১:৩৫:৩৪

‘পরিস্থিতি বুঝে ভারতই প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে’

‘পরিস্থিতি বুঝে ভারতই প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পরমাণু অস্ত্রের হামলা চালানো নিয়ে বিপদ ও যাবতীয় ঝুঁকি রয়েছে পাক সেনাদের কাছ থেকেই। পাকিস্তানের জঙ্গির কাছ থেকে নয়৷” এমনটাই দাবি করলেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন।

মনমাহন সিং জমানার অন্যতম প্রভাবশালী এই শীর্ষ আমলা মার্কিন মুলুকে গিয়ে এভাবেই নিশানা করলেন পাক সেনাবাহিনীকে। সাফ জানালেন, ভারত যদি নিজেকে বিপন্ন মনে করে এবং যদি দেখা যায় পাক পরমাণু অস্ত্রের আঘাত হানার সম্ভাবনা একশো শতাংশ নিশ্চিত তাহলে নীতি ভেঙে প্রথমেই পরমাণু অস্ত্র দিয়ে আঘাত হানবে যে কোনও সময়৷ কারণ ‘নো ফার্স্ট ইউজ’ বা ‘প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার নয়’ – এই নীতি মেনে চলার দায় ভারতের একার নয়। পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেলিংয়ের মুখে দাঁড়িয়ে ভারত এই নীতি অক্ষরে অক্ষরে মেনে চলতেও দায়বদ্ধ নয়।

নিজের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন তিনি। নাম- ‘চয়েসেস, ইনসাইড দ্য মেকিং অফ ইন্ডিয়াজ ফরেন পলিসি’। বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আমেরিকায় এসে পাক পরমাণু নীতিকে তুলোধোনা করেন শিবশংকর মেনন।

তিনি বলেন, পাকিস্তান বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ যাদের পরমাণু কর্মসূচি গোটাটাই নিয়ন্ত্রণ করে সে দেশের সেনাবাহিনী। আর কোনও দেশের সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণ নেই পরমাণু কর্মসূচির উপর৷ ফলে কোথায় কখন পরমাণু হামলা করা হবে সেটা ঠিক করবে পাক সেনাপ্রধান বা জেনারেলরা। এটাই সবচেয়ে ভয়াবহ ব্যাপার৷ কারণ নিজেদের জিঘাংসা চরিতার্থ করতে ও ক্ষমতা দেখাতে এরা যখন যা খুশি তা-ই করতে পারে। ফলে ভারত কী পরমাণু নীতি নিল তাতে এদের কিছু যায় আসে না। কারণ পাকিস্তান কোনওদিন বলেনি যে, তারা নো ফার্স্ট ইউজ পলিসি মেনে চলবে৷ বরং ওরা বলে এসেছে, আক্রান্ত হওয়ার আগেই তারা পরমাণু অস্ত্র প্রয়োগ করবে৷ তাই কোনও জঙ্গি সংগঠন নয়। পরমাণু হামলার সবচেয়ে বিপদ রয়েছে পাকিস্তানের সেনা কর্তাদের কাছ থেকেই। আর এই বিপদ শুধু ভারতের একার নয়। গোটা দুনিয়ার, মানব সভ্যতার বিপদ। -সংবাদ প্রতিদিন।
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে