শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০৪:৪৯:০৩

রাতভর স্বামীকে গাছে বেঁধে পিটিয়ে খুন করল স্ত্রী! কেন?

 রাতভর স্বামীকে গাছে বেঁধে পিটিয়ে খুন করল স্ত্রী! কেন?

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার দশমীর রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢোকার জন্য স্ত্রী নমিতা দাসের সঙ্গে রঞ্জিতবাবুর ঝগড়া হয়। স্বামীকে পিটিয়ে মারার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থানার শ্যামসুন্দরপুর গ্রামে। মৃতের নাম রঞ্জিত দাস(৫০)।

মৃত ব্যক্তি হাওড়ায় একটি বস্ত্র কারখানার কর্মী ছিলেন। অভিযোগ, মঙ্গলবার দশমীর রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢোকার জন্য স্ত্রী নমিতা দাসের সঙ্গে রঞ্জিতবাবুর ঝগড়া হয়। ঝগড়া চলাকালীন নমিতাদেবী রঞ্জিতবাবুকে বাড়ির উঠানে একটি শিমূল গাছে বেঁধে লাঠি দিয়ে ব্যাপক মারধর করতে শুরু করেন। সারারাত রঞ্জিতবাবুকে গাছে বেঁধে রাখা হয়। সকালে রঞ্জিতবাবুকে নিথর অবস্থায় দেখে নমিতাদেবী নিজেই তাকে স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যান। ওই হাতুড়ে ডাক্তার রঞ্জিতবাবুকে মৃত বলে ঘোঘণা করেন।

রঞ্জিতবাবুর মামাতো ভাই সুদেব মণ্ডলের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নমিতাদেবীকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। এদিন নমিতাদেবীকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন৷-এবেলা
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে