শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ০৪:৩৩:০১

VVIP দের নিরাপত্তায় কামান-বাঙ্কার

VVIP দের নিরাপত্তায় কামান-বাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগর পাড়ে যেন যুদ্ধের পুরিস্থিতি৷ নীল সাগরের জল পেরিয়ে শত্রুর হানা হতে পারে৷ নিরাপত্তায় কোনও খামতি নেই৷ সাগর তীরে মোতায়েন বিমান বিধ্বংসী কামান৷ বাঙ্কার থেকে আগ্নেয়াস্ত্র উঁকি মারছে৷ পানাজির ছবির মতো সুন্দর শহরে টহল দিচ্ছে সেনা কনভয়৷ জঙ্গি হানা ও নাশকতার আশঙ্কা নিয়েই শুরু হয়ে গেল  BRICS সম্মেলন৷ একইসঙ্গে হচ্ছে BIMSTEC বৈঠক৷ দুটি আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে গোয়ার রাজধানী নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে৷

brics-securityব্রিকসের মতো পাঁচটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তো রয়েইছেন৷ সেইসঙ্গে থাকবেন বিমসটেক অন্তর্ভুক্ত বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপালের রাষ্ট্রপ্রধানরা৷ সবমিলে এক ডজন রাষ্ট্রপ্রধানের উপস্থিতি ঘিরে সরগরম পানাজি৷  কে নেই সেখানে৷ রুশ  প্রেসিডেন্ট, ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট জি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান জ্যাকব জুমা ও ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেমার ও সম্মেলনের উদ্যোক্তা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অন্যদিকে বিমসটেক সম্মেলনে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা৷ রাশিয়ার মতো কূটনৈতিক বন্ধুকে পাশে নিয়েই ব্রিকস থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চলেছে ভারত৷ তবে  পাকিস্তানের সর্ব ঋতুর বন্ধু দেশ চিন কী বার্তা দেয় তাও লক্ষনীয়৷ কূটনীতিকদের ধারণা, সম্মিলিত উন্নয়নের পন্থা ও ব্রিকসের মধ্যে বাণিজ্য প্রসার বাড়িয়ে তোলা যেমন গুরুত্ব পাবে৷ তেমনই উঠে আসবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রসঙ্গ৷ এই ইস্যুতে ভারত যতই পাকিস্তানকে বিঁধতে চাইবে ততই কঠোর অবস্থান নেবে চিন৷ ভারতের সঙ্গে সুসম্পর্কের কারণে রুশ-চিন কূটনৈতিক সম্পর্কে কোনও প্রভাব পড়তে চলেছে? তাতে কি পাকিস্তান স্বস্তিতে থাকবে? এমনই প্রশ্ন ঘুরছে নিরাপত্তায় মোড়া আন্তর্জাতিক সৈকত শহরের সর্বত্র৷-কলকাতা২৪
১৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে