আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে ফের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত। দেশটির অভিযোগ, জঙ্গিদের ভারতীয় সীমানা পেড়িয়ে প্রবেশ করতে সাহায্য করার পাশাপাশি সীমান্তে অযথা গুলি বর্ষণও অব্যাহত রেখেছে পাক সেনারা। পাকিস্তানের সেনারা এবার সীমান্তের নৌসেরা সেক্টরে খোলাখুলি গুলি ছুঁড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এতে বলা হয়েছে, বেশ কিছুদিন বন্ধ ছিল পাকিস্তানের এই সীমান্ত বরাবর গুলি বর্ষণ। রবিবার ভোর পাঁচটা নাগাদ নৌসেরা সেক্টরে চারটি সেনা ছাউনি লক্ষ্য করে গুলিবর্ণষণ শুরু করে পাক সেনা। মূলত ছোট আগ্নেয়াস্ত্র দিয়েই চালানো হয় গুলি। পাশাপাশি ব্যবহার করা হয় মর্টার শেলও। ভোরের হঠাৎ এমন গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়ায় সীমান্তের কাছাকাছি থাকা মানুষদের মধ্যে। পড়ে পাল্টা গুলি চালিয়ে পাকিস্তানকে প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনা।
পাশাপাশি সদা সতর্ক সেনার থাকার জন্য কোন ক্ষয়ক্ষতি হয়নি সাধারন মানুষের। পাহাড়ে সকাল শুরু হয় অনেক আগেই। গুলি চলার সঙ্গে সঙ্গে এলাকার শিশুদের সেখান থেকে সরিয়ে দেয় ভারতীয় সেনা। মনে করা হচ্ছে সার্জিকাল স্ট্রাইকের প্রতিশোধ নিতেই ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। -কলকাতা২৪।
১৬ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম