আন্তর্জাতিক ডেস্ক: এবার পরিচালক অনুরাগ কাশ্যপ এই বিতর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমাপ্রার্থনা দাবি করেছেন। ‘অ্যায় দিল...’ বিতর্কে স্পষ্টতই কর্ণ জোহরের পক্ষ নিয়েছেন অনুরাগ।
উরি হামলার পর থেকেই ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে বলিউড দ্বিধাবিভক্ত। অভিজিৎ-এর মতো গায়ক যেমন পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার বিপক্ষে, তেমনই পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন কর্ণ জোহর, মহেশ ভট্ট, সলমন খানের মতো তারকা। এরই মধ্যে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত ও কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির রিলিজে আপত্তি জানিয়েছে সিনেমা ওনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। গত শুক্রবার তারা জানিয়ে দিয়েছে, মহারাষ্ট্র গুজরাট কর্নাটক আর গোয়ায় তারা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ রিলিজ হতে দেবে না।
এবার পরিচালক অনুরাগ কাশ্যপ এই বিতর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমাপ্রার্থনা দাবি করেছেন। ‘অ্যায় দিল...’ বিতর্কে স্পষ্টতই কর্ণ জোহরের পক্ষ নিয়েছেন অনুরাগ। টুইটারে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, ‘দুনিয়া আমাদের কাছে শিখতে পারে কীভাবে চলচ্চিত্রের উপর সমস্ত দায় চাপিয়ে দিয়ে সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করে আমরা সমস্ত সমস্যার সমাধান করে ফেলি।’ তারপর আবারও টুইট করে সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অনুরাগ বলেন, ‘স্যর, গত বছরের ২৫ ডিসেম্বর আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পাকিস্তান গিয়েছিলেন। কিন্তু তার জন্য এখনও পর্যন্ত দেশবাসীর কাছে আপনি ক্ষমা চাননি। কেন চাননি? ওই সময়েই কিন্তু কর্ণ জোহর অ্যায় দিল হ্যায় মুশকিলের শ্যুটিং করছিল।’
সূত্র: এবেলা
১৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস