রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬, ০৭:৪৩:২১

ভারতের প্রতিবেশী দেশ সন্ত্রাসের জন্ম দেয়, বলেছেন মোদি

ভারতের প্রতিবেশী দেশ সন্ত্রাসের জন্ম দেয়, বলেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকস সম্মেলনের মঞ্চেও পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মন্তব্য করেছেন, ভারতের প্রতিবেশী দেশ সন্ত্রাসের জন্ম দেয়।

পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বললেন, ভারতের প্রতিবেশী দেশই হলো বিশ্বব্যাপী সন্ত্রাসের 'মাদারশিপ' অর্থাৎ সন্ত্রাসের ধারক ও বাহক। খবর বার্তা সংস্থা এএফপির

মোদি বলেন, 'ভারতের প্রতিবেশী রাষ্ট্রই সন্ত্রাসের পথপ্রদর্শক। ভারতের প্রতিবেশী রাষ্ট্র শুধু সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় না, সন্ত্রাসের জন্ম দেয়।'

ভারতের গোয়ায় রোববার শুরু হয়েছে ব্রিকস সম্মেলন। পাঁচটি দেশ নিয়ে গঠিত ভারত ছাড়া এ জোটের বাকি চারটি দেশ হচ্ছে—রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার কড়া বার্তা দিয়েছেন। তবে সন্ত্রাসের সঙ্গে আপস না করার কথা যৌথ বিবৃতিতে উল্লেখ করতে আপত্তি না থাকলেও এর সঙ্গে পাকিস্তানের নাম সরাসরি জড়াতে এখনও নারাজ চীন।

মোদি বলেন, 'সন্ত্রাসের ক্রমবর্ধমান থাবা আজ মধ্যপ্রাচ্য, এশিয়া, দক্ষিণ এশিয়া ও ইউরোপের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের উপমহাদেশে সন্ত্রাসবাদ আজ শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।'

তিনি আরও বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যেমন প্রত্যেক দেশকে এককভাবে লড়তে হবে, তেমন যৌথভাবেও লড়াই করতে হবে।'
১৬ অক্টোবর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে